রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৯ জুলাই ২০২৫ , ১০:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শহীদ মিনার চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ সমাবেশে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে ধরা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও বরিশালের পীরসাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, “এই দেশ স্বাধীন হয়েছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার জন্য। কিন্তু আজ সেই চেতনা পদদলিত। রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। আমরা চাই- একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা, যেখানে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে তা সম্ভব।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী-রাজিবপুর-চিলমারী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। তিনি বলেন, “রাজনীতি থেকে দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাট দূর করে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণের আস্থা ফিরে আনতে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। ইসলামি আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে আপনাদের মুল্যবান ভোট চাই হাত পাখায়।
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাও: নুর বখত্ মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ প্রার্থী কুড়িগ্রাম-২, সভাপতিত্ব করেন মা: মোহাম্মদ ইমাম হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ওলামা-মাশায়েখ এবং সর্বস্থুরের জনগণ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও দলীয় স্বার্থে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়ায় জনগণের ভরসা হারিয়ে গেছে। এখন সময় এসেছে একটি জনবান্ধব রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার। সমাবেশে বিভিন্ন ব্যানার ও লিফলেটের মাধ্যমে ইসলামি আন্দোলনের দাবি ও অবস্থান তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মাসুদ পারভেজ রুবেল
মোবা-০১৯১৬৯৫৪৫৭৪