এস এম রাফি ২৫ জানুয়ারি ২০২৩ , ৪:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আয়াক্স থেকে রেকর্ড দামে ব্রাজিলের তরুণ রাইট ব্যাক অ্যান্তোনিকে কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ কোচ এরিক টেন হ্যাগ ক্লাব কর্তৃপক্ষকে রাজি করিয়ে তার জন্য ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। ক্লাবের হয়ে প্রথম তিন ম্যাচে গোল করে প্রতিভার প্রমাণ দিয়েছিলেন এই বাঁ পায়ের ফুটবলার।
এরপর সেরা ছন্দের অ্যান্তোনির দেখা মিলছে না। তবে ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ মনে করছেন, গোল না পেলেও মাঠে অ্যান্তোনি প্রভাব রাখছেন। তিনি মাঠে থাকায় জয় পাচ্ছে রেড ডেভিলসরা।
টেন হ্যাগ বলেন, ‘সে খেললে দল জিতছে। সে যে ভালো পারফরম্যান্স করছে এটা সেই বার্তা দেয়। সে আরও ভালো করতে পারে। আমি তার উন্নতির জায়গা দেখছি, তার জন্য জায়গা তৈরি করছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা তাকে আরও সরাসরি খেলাতে চাচ্ছি এবং খেলায় বেশি যুক্ত করছি। সে মাঠে থাকলে দল ভালো খেলছে, এটা একটি ভালো দিক।’
অ্যান্তোনি দলের জন্য ভালো একজন কন্ট্রিবিউটর উল্লেখ করে টেন হ্যাগ জানান, প্রতিভা অনুযায়ী তার আরও ভালো খেলা উচিত, ‘আমি মনে করি, এরই মধ্যে তার খেলায় অনেক উন্নতি এসেছে। সে ক্লাবের হয়ে তার প্রথম তিন ম্যাচেই গোল করেছে, এর মধ্যে এভারটন ও চার্লটনের বিপক্ষে গোল পেয়েছে। সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী সে আরও ভালো করতে পারে।’