চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৪ , ৩:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে ধান ক্ষেতে পানির দেওয়ার সময় সাপের কামড়ের সাইদুল (৩৫) নামে এক কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে চিলমারী ইউনিয়নের শাখাহাতী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাইদুল অষ্টমীর চর ইউনিয়নের খামার বাসপাতেল স্থায়ী বাসিন্দা।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাষাবাদের জন্য সাইদুল ইসলাম চিলমারী ইউনিয়নের শাখাহাতী গ্রামে প্রায় ২ বছর থেকে বসবাস করে আসছেন। গতকাল দুপুরে ধান ক্ষেতে পানি দিয়ে জমির আইল দিয়ে হেটে বাড়ির দিকে আসতেছিলেন হঠাৎ পিছন থেকে বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। সঙ্গে সঙ্গে নিজের মাথায় থাকা গামছা দিয়ে ক্ষত স্থান বেঁধে দেন। স্থানীয় সাপুড়ে ঝাড়ফুঁকে তিনি সুস্থতা বোধ করেন।এর পর সাইদুল ইসলামকে বাড়িতে এনে গোসল করে খাবার খেতে দেন তার স্ত্রী। ৩ ঘন্টা পর তার শরীর কালো বর্ণ হয়ে যায়। তিনি অসুস্থ বোধ করলে রাতেই চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বরত ডাক্তার কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরামর্শ দেন। কুড়িগ্রাম থেকে রংপুরে নেওয়া পথে রাত ১২ টার দিক মারা যান।
উল্লেখ, গত শনিবার এই ইউনিয়নের আযম আলী নামে এক কৃষক টয়লেটে যাওয়ার সময় সাপের কামড়ে মৃত্যু বরন করেন।