চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ১০:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে আগামী তিন মাসের জন্য থানাহাট ইউনিয়নের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার উপজেলা কমিটির আহবায়ক আনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহবায়ক মো. শাহিন আলম ও সদস্য সচিব মো. মানিক মিয়া কে মনোনীত করা হয়েছে।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহবায়ক নাজির হোসেন বাবলা, হুমায়ন করির, আশারাফুল ইসলাম, আব্দুল আহাদ, যুগ্ম সদস্য সচিব আনিছুর রহমান, নয়ন মিয়া, সোহাগ মিয়া, আকবর আলী, কার্যকরী সদস্য সাজেদুল ইসলাম, ইব্রাহিম, আশরাফুল, চান মিয়া, রাজু মিয়া, আরিফ, লিটু, আবজাল হোসেন, মমিনুল ইসলাম, ফারুক মিয়া ও রিয়াদ হাসান রয়েছেন।