চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৭ এপ্রিল ২০২৫ , ১০:২১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে অফিসার ইনচার্জ চিলমারী মডেল থানা কর্তৃক পৃথক পৃথক অভিযানে ০৬ জুয়ারীকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
রবিবার (০৬ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে চিলমারী থানাহাট ও রমনা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা, বাবলু মিয়া(৫০),সাইদুল ইসলাম(৪০),আমিনুল ইসলাম(৪০),বিজু মিয়া(৩৬),মুন্না মিয়া(৪৬),মোহাব্বত আলী(৩৬) সকল আসামীগণ চিলমারী উপজেলার থানাহাট ও রমনা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছেন, ০৬ এপ্রিল চিলমারী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাতে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার এলাকায় জুয়া খেলা অবস্থায় ২ জন আসামী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় নগদ ১,৭২০/- টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ গ্রেপ্তার পূর্বক তাদের বিরুদ্ধে চিলমারী মডেল থানার মামলা নং -০৩, তাং- ০৬/০৪/২০২৫ ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন ৩/৪ রুজু করা হয় এবং উদ্ধার কৃত মালামাল থানা হাজতে রাখা হইয়াছে । অপরদিকে একই দিনে থানাহাট ইউনিয়নের বালাবাড়ি মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় আরো ৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এসময়
আসামিদের কাছে থেকে নগদ -২,০৮০/- টাকা ও জুয়া খেলার সামগ্রী সহ গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে চিলমারী মডেল থানার মামলা নং-০৪, তাং-০৭/০৪/২০২৫, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইন ৩/৪ রুজু করা হয় এবং উদ্ধার কৃত মালামাল থানা হাজতে রাখা হইয়াছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে উদ্ধার কৃত মালামাল থানা কোষাগারে জমা রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।