এস এম রাফি ২৫ মার্চ ২০২৩ , ২:০৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে দুস্থ এবং হতদরিদ্র পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় এবং কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য কর্তৃক ৭৩ জন দুস্ত পরিবারের মাঝে মোট ৭৫ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আতিকুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী আতিকুজ্জামান প্রমূখ।