অপরাধ

চিলমারীতে পুড়িয়ে ফেলা হলো ১৫ হাজার মিটার জাল

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৩ অক্টোবর ২০২৪ , ২:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় কুড়িগ্রামের চিলমারীতে মৎস্য দপ্তরের অভিযানে ইলিশ মাছ জব্দ ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মপুত্র নদ অববাহিকার অষ্টমীরচর, নয়ারহাট, চিলমারী ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান চলাকালিন সময়ে ১৫ হাজার মিটারের ১৫ টি কারেন্ট জাল ও ৩২ পিচ মা ইলিশ জব্দ করা হয়।

পরে রমনা ঘাটে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন এসব জব্দকৃত জাল পুড়িয়ে ফেলেন ও ধরা পড়া মা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা, পুলিশ ফাঁড়ির আইসি ফেরদৌস আলম প্রমূখ।

মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা জানান, মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন সময়ে নদীতে মাছ ধরা নিষেধ।