এস এম রাফি ১৭ মার্চ ২০২৩ , ৯:১০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে কুড়িগ্রামের চিলমারীতে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, চিলমারী মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের উদ্যেগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, উপজেলা আওয়ামী লীগ ভারঃ সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, ভারঃ সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান প্রমুখ। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।