এস এম রাফি ২১ জুলাই ২০২৩ , ১১:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম):
রাত পোহালেই কুড়িগ্রামের চিলমারী উপজেলার দীর্ঘ প্রতিক্ষার বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন কে ঘিরে অনুষ্ঠানকে সাফল্যময় করতে রাতেও চলছে মাঠের সাজ-সজ্জার কাজ। রাত পৌনে ১০টার দিকে গিয়েও দেখা যায় স্কুল মাঠটির চারদিকে সাজ সজ্জার কাজ করছেন শ্রমিকরা। স্কুলের প্রবেশ পথ থেকে ভিতরের প্রতিটি জায়গায় চোখে পড়তে বিভিন্ন নেতাকর্মীদের বিল বোর্ড। মাঠের একপাশে শ্রমিকরা এখনো স্ট্রেজ সাজানো কাজ করছেন। সকাল থেকে শুরু হওয়া কাজ এখনো শেষ করতে পারেনি। চলবে আর কিছুসময়। ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উচ্ছ্বাস, ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। কারা আসছে আগামীর নেতৃত্বে তারই প্রতীক্ষায় প্রহর গুনছে সবাই।
আগামীকাল (২২ জুলাই) বেলা ১২টার দিকে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। শান্তি পূর্নভাবে এবং যোগ্যতার ভিত্তিতে নতুন নেতৃত্ব আসবে বলে আশা করছেন অনেকেই।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. জাফর আলী।
সম্মেলন উদ্বোধন করবেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন নয়ন। এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা উপজেলার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।