শিক্ষা

চিলমারীতে শিক্ষার মান উন্নয়নে সংলাপ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১০ এপ্রিল ২০২৫ , ৬:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠিত। চিলমারী মহিলা ডিগ্রী কলেজ এর অয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ হলরুমে সংলাপে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। আলোচক হিসাবে ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, প্রতিষ্ঠাতা দাতা সদস্য একেএম নূর ই ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য জিয়াউর রহমান, অধ্যাপক নাজমুন নাহার বিউটি। বক্তব্য রাখেন কলেজের সহ-অধ্যাপক আবু হানিফা, সহ-অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, সহ-অধ্যাপক ফজলুল হক প্রমুখ। সংলাপে সভাপতিত্বে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জীতেন্দ্র নাথ বম্মর্ণ।