এস এম রাফি ১৮ অক্টোবর ২০২৩ , ৪:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও শেখ রাসেলের প্রতিকৃতিত্বে পুস্প মাল্য করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা সহ নেতা কর্মীরা।
পরে ডাক বাংলো মোড়ে অস্থায়ী কাযালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানা,সদস্য মো. বাচ্চু মিয়া, জিমানুর রহমান বিশাল
সাইফুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন, ‘শেখ রাসেলের মধ্যে স্বপ্নের পাপড়ি গাঁথা ছিল। সেই স্বপ্নকে ঘাতকরা শেষ করে দিয়েছে। শেখ রাসেলকে আমরা ধারণ করেছি আমাদের অন্তরে। শেখ রাসেল বেঁচে থাকবে চিরকাল।
পরে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে সেদিন। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।