অপরাধ

চিলমারীতে ‘হত্যাচেষ্টার’ মামলায় গ্রেপ্তার তিন ইউপি সদস্য

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ১১:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের চিলমারীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইন চার্জ মুশাহেদ খান।

গ্রেপ্তাররা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনায়েম হোসেন সরদার (৫৫), রানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কার্যকরি সদস্য একেএম রায়হানুল ইসলাম বিজু (৫০) এবং থানাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান (৩৭)।

ওসি মুশাহেদ খান জানান, গ্রেপ্তার তিন আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশসহ এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।