নিজস্ব প্রতিবেদক ৭ ডিসেম্বর ২০২৩ , ১০:২০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকার (CSWAD) অধীনে আগামী এক বছরের জন্য চিলমারী ছাত্র কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল চিলমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ঢাকার সভাপতি এস এম ইয়াসির আরাফাত প্লাবন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এতে তেজগাঁও কলেজ, ঢাকার সমাজবিজ্ঞান বিভাগের মো. হায়াত মাহমুদ লাবিবকে সভাপতি ও তিতুমীর কলেজ, ঢাকার সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র মো. আবু হোরায়রা সোহানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু হোরায়রা সোহান বলেন, চিলমারী উপজেলাকে এগিয়ে নেবার জন্য যতটা কাজ করা দরকার আমি আমার জায়গা থেকে ততোটাই করার সর্বোচ্চ চেষ্টা করবো।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি হায়াত মাহমুদ লাবিব বলেন, ছাত্রদের কল্যাণে ঢাকাস্থ চিলমারী ছাত্র কল্যাণ সমিতি। উপদেষ্টামন্ডলী, পূর্ববর্তী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়রসহ বর্তমানে ঢাকায় অধ্যায়নরত সকলের সহায়তা ও পরামর্শ নিয়ে চিলমারী উপজেলার শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করার দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাব। এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।