এস এম রাফি, চিলমারী (কুড়িগ্রাম) ১৫ নভেম্বর ২০২৩ , ৭:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
তফসিল ঘোষণা উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার সিইসির তফসিল ঘোষণার পর পরই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক ঘুরে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু সহ দলের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।