অনলাইন ডেস্ক ২০ নভেম্বর ২০২৩ , ১২:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি এবং নির্বাচনী তফসিল এর প্রতিবাদে দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২০ নভেম্বর) সকালে বিজয়নগর পানির পাম্প (কালভার্ট রোডের সম্মুখ) থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় মিছিল শেষে নেতা-কর্মীরা রাস্তায় পিকেটিং করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয় এবং পিকেটিংকালে বিজয়নগর পানির পাম্প থেকে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করলে নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপি ও সমমনা দল কর্তৃক এক দফা দাবির সারাদেশে ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থন জানিয়ে আমরা মিছিল ও পিকেটিং করেছি। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। শত গ্রেফতার শর্তেও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে এবং হরতাল অবরোধ সফল করবেই।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার,সহ-সাধারণ আল আমুন, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন,ঢাবি অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলফি লাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কার্দী,সহ-সভাপতি পিয়াল হাসান এবং সহ-সভাপতি শাহাদাত হোসেন মানিক।
এ ছাড়াও তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, যুগ্ম সম্পাদক শাহীন আল মাহমুদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিমনুর রহমান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রাকিব আমির, তিতুমীর কলেজ ছাত্রদলের ছাত্রনেতা লিমন আহম্মেদ,হারুন অর রশিদ,খোকা আহমেদ, সবুজ আহম্মেদ, জাহিদ মিয়া,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মজিবুল হক রিপন, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, যুগ্ম সাধারণ সম্পাদক আহমাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ রাসেল বিল্লাহ,মো. টগর প্রধান, মো. রাসেল, জাহিদ হোসেন ফাহিম,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন,হারুন অর রশিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আবু সুফিয়ান, জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদ বিন কবির, রাসেল হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।