সারাদেশ

তালায় সমাজসেবা দিবস পালিত

  মো. তাজমুল ইসলাম, তালা(সাতক্ষীরা) ২ জানুয়ারি ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার তালায় জাতীয় সমাজসেবা দিবস-২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২জানুয়ারী) সকালে দিবসটি পালন উপলক্ষে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালী বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ বিশ্বাস, পাটকেলঘাটা থানার ওসি
(তদস্ত) সঞ্জয় কুমার দাস, তালা হাসপাতালের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন, তথ্যসেবা কর্মকর্তা মুক্তি রানী ঘোষ, সহানুভূতি সংগঠনের আব্দুল আলিম, মুক্তি ফাউন্ডেশনের সুনন্দা রানী ঘোষ । উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের আমিনুর রহমার, কবিরুজ্জামান, শেখ আতিয়ার রহমান, এমদাদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে ৩ জন ক্যান্সার রোগীদের মাঝে ৫০ হাজার টাকা প্রদান ও ৫০ টা প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়।