এস এম রাফি ৭ অক্টোবর ২০২৩ , ১০:০৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের তিস্তা নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত দুই ভারতীয় লাশ শুক্রবার (৬ অক্টোবর) রাত ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোদ্দা নামক স্থানে তিস্তা নদীর শাখা হতে ১টি অজ্ঞাত নারীর (৫০) ও (৫ অক্টোবর) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাক নামক স্থান থেকে অপর একটি যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।
পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে পাটগ্রাম থানা পুলিশ লাশ দুটি ভারতের মেখলিগঞ্জ তিনবিঘা করিডোর দিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্র জানায়, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৮১২/১ এস হতে শূন্য লাইনে তিনবিঘা করিডোর নামক স্থানে উভয় দেশের কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে ভারতীয় দুটি নাগরিকের লাশ হস্তান্তর হয়। বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন মেখলিগঞ্জ তিনবিঘা করিডোরের বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সে. প্রাণভীর। এরপর পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত ওই দুই লাশ হস্তান্তর করেন।
পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সলেমান আলী বলেন, তিস্তা নদীতে ভাসতে ভাসতে লাশ বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে। এ অবস্থায় ভারতের বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয় লাশ দুটো ভারতীয় নাগরিক। তারা লাশ ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে লাশের পরিচয় জানা যায়নি।