সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৪ , ৩:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বৈশাখের খর তাপে সারা দেশে বইছে তীব্র তাপদাহ, সড়ক ঘিরে যে সকল ট্রাফিক পুলিশের কর্ম ব্যস্ততা তাদের জীবন হয়ে উঠেছে তোর দুর্বিষহ।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর দুইটাই মাথার উপরে অসহনশীল সূর্যের তেজ, পায়ের নিচের পিস যাচ্ছে রোদের তাপে গোলে, মাঝেমধ্যে যানবাহনের কালো ধোয়া, সব সময় কানে পড়ছে উচ্চস্বরের হর্ন। যাতায়াত নির্বিঘ্ন করতে কাঠফাটা রোদের মধ্যেও যানজট নিরসনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক পুলিশের সদস্যরা।
কারো কারো হচ্ছে গরম জনিত নানা রোগ, তবে এসবের চিন্তা কখনোই করেন নি” জয়পুরহাটের পাঁচুর মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাকির হোসেন,ট্রাফিক সদস্য আবদুল মান্নান ও রিপন।
ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম বলেন, তাদের এসব সমস্যা থেকে লাঘবের জন্য পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের দিকনির্দেশনায় সুপেয় পানি, স্যালাইন ও তরল জাতীয় খাবার নিয়মিত খাওয়ানো হচ্ছে, আশা করা যায় গরম জনিত রোগ সহজে আক্রমণ করতে পারবে না।