সারাদেশ

দুই দফা দাবীতে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

  ঝিনাইদহ প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৪ , ৬:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দুই দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

সকাল ১১ থেকে বেলা ১২ টা পর্যন্ত চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

সেসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু তৈয়েব মো.জহুরুল আলম, এজিএম হাবিবুর রহমান, মাহবুব আলম, জুনিয়ার প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য অবসান করার দাবী জানান।

বক্তারা আরও বলেন বিআরইবি নিম্নমানের পন্য সরবরাহ করে থাকে যা একজন গ্রাহকের জন্য ভোগান্তির এমন কি জানান এই প্রতিষ্ঠানটি অল্প মূল্যের পন্য বেশী সামে ক্রয় করে থাকেন।ঝিনাইদহ পল্লি বিদ্যুৎ অফিসে নিয়োগের ৮ বছর পর পদোন্নতি দেয়ার কথা থাকলেও ২০ বছর পরও কারো পদোন্নতি দেয়ানি অনেকে জানান তারা কোনো দিনই পদোন্নতি পাননি এমতাবস্থায় চাকুরী থেকে অবসরে গেছেন তারা।

মানববন্ধন শেষে সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত কর্মচারী করার সহ কয়েক দফা দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।