ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ১১ মার্চ ২০২৫ , ৯:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলায় দৃষ্টিপ্রতিবন্ধী পিতা-পুত্রের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন। দিলেন খাদ্য সামগ্রী উপহার।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নন্দনপুর গ্রামে বসবাসরত ওই পরিবারের সদস্যদের খোঁজ ও দেখতে যান ইউএনও। এসময় পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যসামগ্রীর মধ্যে- চাল, ডাল, সোয়াবিন তেল, চিনি, খেঁজুর, মুড়ি, প্যাকেট দুধ, সেমাই, ছোলা বুট, বুন্দিয়া ইত্যাদি।
এছাড়াও জরজীর্ণ ঘরে অসহায় অবস্থায় দিন পার করছেন পরিবারটি। এমন খবর দৃষ্টিগোচর হলে দৃষ্টিপ্রতিবন্ধী মোজাফফর হোসেনের বাড়িতে যান ইউএনও’র সফরসঙ্গী হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম।
এ সময় দৃষ্টিপ্রতিবন্ধী মোজ্জাফর হোসেন ও তার ছেলে মারুফের সাথে কথা বলেন। তাদের সব ধণনের সহায়তার আশ্বাস প্রদান করেন ইউএনও।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন বলেন, ‘পরিবারটির সাথে দেখা করে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও টিসিবির কার্ডের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন- ‘দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে মারুফের চিকিৎসার সব ধরণের ব্যবস্থাসহ পরিবারটিকে সাধ্যমত সহযোগিতা করা হবে। সেই সাথে পরিবারটির জন্য একটি আধুনিক মানের বাড়ি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।’