সারাদেশ

নওগাঁয় জমি নিয়ে দ্বন্দ্বে নিহত ১

  নওগাঁ প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৮:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

নওগাঁয় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আতোয়ার হোসেন (৬০) নামে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় দিকে জেলার ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত বল্লা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মারত্মক ভাবে আহত হয়েছে আরো ৭ জন। আহতরা হলেন একই এলাকার মোজাম্মেল হক, বাবুল হোসেন, মামুন রেজা, মাহফুজা বেগম, আবেজ উদ্দিন, সাখাওয়াত হোসেন ও মো. আবু তাহের।

ধামইরহাট থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের বল্লা মৌজায় ৪৩ শতাংশ জমি নিয়ে ওই এলাকার আনোয়ার হোসেন এবং মৃত আছির উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ¦ চলমান ছিল। এরই মধ্যে ওই জমিতে আনোয়ার হোসেন সরিষা রোপণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরে আনোয়ার হোসেনের নেতৃত্বে শাহজাহান আলী সাগর ও নুর আলম বেলাল আছির উদ্দিনের পরিবারের সদস্যদের উপরে হামলা চালায়।

এতে আতোয়ার হোসেন ঘটনা স্থলেই মারা যায় এবং ৭ জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আহত আবেদ উদ্দিন ও মোজাম্মল হকের অবস্থা আশঙ্খা জনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।