সারাদেশ

নওগাঁর নজিপুরে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

  পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৪ , ৬:৩১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

নওগাঁর পত্নীতলায় ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নজিপুর পৌর এলাকার সরদারপাড়া মোড়ে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রোগতত্ত্ব ও রোগের বিস্তার প্রতিরোধ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কাজী শফিকুল হালিম।

এ সময় অতিথিরা উপস্থিত ছিলেন বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী, বিএনপির পত্নীতলা শাখার যুগ্ন-আহবায়ক সাজেদুর রহমান দুলাল, নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, খলনা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল মতিন, চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের অধ্যক্ষ দীপক কুমার সরকার প্রমুখ।

ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বলেন “জনগণের প্রতিষ্ঠান হিসাবে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে রোগ নির্ণয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস এন্ড ডায়াগনস্টিক সেন্টার।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী শফিকুল হালিম বলেন ” সুস্থ্য থাকার জন্য আমরা বেশি খরচ করব অসুস্থ হয়ে নয়। কমিউনিটি ফান্ড প্রতিষ্ঠা করে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস তার সেবা কার্যক্রম পরিচালনা করবে। গতানুগতিক ধারার স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, জনগণের সত্যিকারের মালিকানা প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। টেলিমেডিসিন কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা তৃণমুলে পৌঁছে দেয়া হবে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। দুরারোগ্য ব্যাধি নিয়ে আমাদের দেশে গবেষণার যে সুযোগ রয়েছে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস হতে পারে তার অনন্য একটি প্রতিষ্ঠান। আমরা যৌথভাবে পরস্পর পরস্পরকে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে জনগণের প্রতিষ্ঠানে পরিণত করবো বলে মনে করি। আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি।”

সভাপতির বক্তব্যে ডাক্তার খালিদ সাইফুল্লাহ বলেন গতানুগতিক ধারার প্রতিষ্ঠানের বাইরে গিয়ে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস যে সেবার ঘোষণা দিয়েছে তা বাস্তবায়নে সর্বাত্মকভাবে সহযোগিতা করাই হবে আমাদের অন্যতম কাজ।’

ইউনিভার্সাল হেলথ সার্ভিসেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ সময় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন, নোউ ক্যান্সারের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রাব্বানী, কৃষ্ণপুর ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবুল কালাম আজাদ, শিবপুর বরেন্দ্র কলেজের সহকারি প্রভাষক মাহমুদুন্নবী, নজিপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, মাটিন্দর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, উষ্টি জাকেরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক হাসান বিন নাসির প্রমূখ।