এস এম রাফি ২৬ অক্টোবর ২০২৩ , ৯:৫৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আগামী ২৮ অক্টোবর বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি। বৃবৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
একইসাথে আওয়ামী লীগ’কে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে (ডিএমপি)।
তথ্য অনুসারে, রাজনৈতিক দুই দল আমাদেরকে তাদের সমাবেশের পরিকল্পনা জানিয়েছে। ডিএমপি তাদের উপর আস্থা রেখে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে আভাষ দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে দুই দল ও পুলিশের মধ্যে চিঠি আদান-প্রদানের পর তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।
এদিকে জামায়াতে ইসলামীকে অনুমতি দেওয়ার বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি ডিএমপি। গত বুধবার (২৫ অক্টোবর) বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে আওয়ামী লীগকে চিঠি দেয় পুলিশ।
গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন । অনুমতি আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়।
আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকায় মহাসমাবেশ করতে চায় বিএনপি। তবে,একই দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের ডাক দিলে তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করছেন অনেকে।