কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: ১৭ মে ২০২৫ , ৫:৪৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল হারাগাছ পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে।
জেলা মহিলা দলের সভানেত্রী মর্জিনা জাহান স্বর্ণা ও সম্পাদিকা রওশন আরা রত্না স্বাক্ষরিত দলীয় প্যাডে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল হারাগাছ পৌর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এ কমিটিতে জীবন্নাহার পান্না আফরোজ কে সভাপতি ও শুকতারা পারভীন হ্যাপি কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও সুমাইয়া আক্তার মনি কে সিনিয়র সহ-সভাপতি, আফছারা বেগম পলি ও ইসরাত জাহান পিয়াসী কে সহ-সভাপতি, বিথী খাতুন,রুপিয়া বেগম কে সহসাধারণ সম্পাদক, তানজিনা বেগম,ইসমত জাহান কে সাংগঠনিক সম্পাদক, রনজিনা বেগম কে প্রচার সম্পাদক, রুজিনা বেগম কে দপ্তর সম্পাদক, নাজনীন নাহার জলি কে কোষাধ্যক্ষ, নাজমুন নাহার কে আপ্যায়ন বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়াও রুনা বেগম,শরিফা খাতুন,রাশেদা খাতুন,রোজিনা খাতুন,রোকছানা খাতুন,মোকতারা বেগম,আফছানা পারভীন রুপা,খাদিজা আক্তার,লাবনী আক্তার রুমা,নুরজাহান বেগম,মনজিলা বেগম,শাকিলা আক্তার তমা,মুক্তা বেগম, মাইমনা বেগম, মনিরা খাতুন,রুকাইয়া বেগম,রিনা আক্তার,রুজিনা বেগম কে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তা বাদী মহিলা দল হারাগাছ পৌর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।