এস এম রাফি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে কুড়িগ্রাম-৪ আসনের এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের দিক নির্দেশনা ও সহযোগিতায় রৌমারী উপজেলায় যাদের ঘর নেই এমন অসহায় হতদরিদ্র পরিবারদের পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন প্রতিমন্ত্রী পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ)। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল ১০টার দিকে রৌমারী সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মিছুরুদ্দিনের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এর আগে ৫ ফেব্রয়ারী একই ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় শ্রী পরেশ চন্দ্র শীলকে একটি ঘর উপহার দেয়া হয়েছিলো।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, রৌমারী প্রেসক্লাবের উপদেষ্টা সরকার নুরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর পুত্র সৌরভ বলেন, গরিব দুঃখী, অসহায় ও হতদরিদ্র পরিবার গুলোসহ সুবিধা বঞ্চিতদের খুঁজে দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার নাম আওয়ামীলীগ সরকার। এই সরকার অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তনে অনন্য এক উদাহরণ। এছাড়াও তিনি গরিব দুঃখীদের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করছেন এবং করছেন। আমার পিতা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে আমাদের ব্যবসার লাভের অর্ধেক অংশ এই খাতে ব্যবহার করা হবে।
ঘরের নির্মাণ কাজ শুরু হওয়ায় আবেগ আপ্লæত হয়ে মিছুরুদ্দিন বলেন, আমি খুব গরিব মানুষ। এজলাহানি জমি তাও কাগজ পত্রের ঝামেলা। মেলাদিন থাইকা ভাঙ্গা ঘরে থাহি। ঝড়ি (বৃষ্টি) আসলে গাও ভিঁজি যায়। সৌরভ আমার জমির ঝামেলা ঠিক করি দিয়ে পাকা ঘরের ব্যবস্থা করি দিছে। জাকির মন্ত্রী আর তার বেডা সৌরভের জন্যে নামাজের সময় দুয়া করমু। আরও দুয়া করমু আওয়ামীলীগ সরকার যিন বারেবারে ক্ষেমতাত থাহে।
উপস্থিত নটানপাড়া গ্রামের নজরুল ইসলাম নামের এক মুরুব্বি বলেন, আমাদের গ্রামের সব থেকে অসহায় কর্মক্ষম ও অসচ্ছল মিছু চাচা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ যারা গৃহহীন রয়েছে তাদের গৃহ করে দিচ্ছেন। সেই উদ্যোগের অংশ হিসাবে ইতোমধ্যে একাধিক ঘর নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন মন্ত্রী পুত্র সৌরভ। বিশেষ করে এমন অসহায় লোকটির দুঃখ দুর্দশা দেখে এই ঘর উপহার দেওয়ায় আমরা নটানপাড়া এলাকাবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।