বিবিধ

ফিলিস্তিনদের সাহায্যে দুই লাখ টাকা পাঠালেন পত্নীতলার মুক্তিকামী তৌহীদি জনতা

  ইখতিয়ার উদ্দিন আজাদ,নওগাঁ প্রতিনিধি: ৯ এপ্রিল ২০২৫ , ৪:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

oplus_34

মজলুম গাজাবাসীর সাহায্য প্রদানে এগিয়ে আসে নওগাঁর পত্নীতলায় সর্বস্তরের মুক্তিকামী তাওহীদি জনতা। জনগণের দান সংগ্রহ করে ফান্ড করে প্রথম পর্যায়ে মোট দুই লাখ টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংকের নজিপুর শাখা থেকে উল্লেখিত সাহায্য হাফেজি চ্যারিট্যবল সোসাইটি অব বাংলাদেশ ফান্ডে প্রেরণ করা হয়েছে। মুক্তিকামী তৌহীদি জনতার পক্ষে প্রভাষক দেলোয়ার হোসেন বলেন, ‘প্রথম পর্যায়ে আমরা জনগণের সংগ্রহকৃত দুই লাখ টাকা সাহায্য উত্তোলন করি। মজলুম আহুত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্য চলমান থাকবে। -ইনশাআল্লাহ্।’