বিবিধ

ফুলবাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

  এস এম রাফি ২৪ জুন ২০২৩ , ৭:৪৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ির ৬নং কাশিপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ-এর ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ২৪ জুন সকাল ১১ টা থেকে এই চাল বিতরণ শুরু করা হয়। চাল বিতরণ উদ্বোধন করেন কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক।

এসময় উপস্থিত ছিলন উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ির সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, কাশিপুর ইউপি সচিব কামরুজ্জামান,আবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মকসেদুল আলম, স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, ইউ পি সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নের মাঝে এই ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের মোট ৭৭৭৫ টি পরিবারেট মাঝে ভিজিএফ’র ১০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে বলে জানান ইউ পি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহার যথাযথভাবে জনগণের মাঝে বিতরণ করা হবে।