ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ীতে লাইসেন্স বিহীন অবৈধ ভাবে গড়ে উঠা ০৫ টি ইটভাটায় প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে সম্পুর্ন ভাবে কার্যক্রম বন্ধের ঘোষণা করেছেন।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার ০৬ (ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর (কুড়িগ্রাম )এর যৌথ উদ্যোগে উপজেলায় অবস্থিত ০৫ টি ইটভাটায় ইট প্রস্তূত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন ।
এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইট ভাটা পরিচালনা করার অপরাধে কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী মৌজায় অবস্থিত মেসার্স এম এস এইচ ব্রিকস, মেসার্স এবি ব্রিকস, মেসার্স ডব্লিউ এ এইচ ব্রিকস, বড়ভিটা ইউনিয়নের খড়ি বাড়িতে অবস্থিত মেসার্স এম এ ব্রিকস এবং শিমুলবাড়ি বোর্ডের হাট এলাকায় অবস্থিত মেসার্স জেএম এইচ ব্রিকস মোট পাঁচটি ইটভাটার কিলন ভাঙ্গা আগুন নিভানো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সম্পুর্ন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সহ ফায়ার সার্ভিস স্থানীয় থানা পুলিশ, আনসার সদস্য সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।