এস এম রাফি ৩০ এপ্রিল ২০২৩ , ৭:৪৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মাহবুব হোসেন সরকার লিটু,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসব মুখর পরিবেশে ২০২৩ সালের এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । প্রথম দিনেই ৬২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই।
উপজেলার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী বালিকা পাইলট বিদ্যালয়, শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শাহবাজার দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৩২০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ওই চার কেন্দ্রে ২ হাজার ২২৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফলে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ভোকেশনাল ও মাদ্রাসাসহ মোট ৬২ জন শিক্ষার্থী।
কেন্দ্র সচিব ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার জানান, আমার কেন্দ্রে ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকলেও ৫৩৩ জন শিক্ষার্থী অত্যন্ত সুন্দর পরিবেশে কোন ধরনের অপ্রীতকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শুরু এবং শেষ হয়েছে। আশাকরি বাকী পরীক্ষাগুলো শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে।
ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, অনুষ্ঠিত এস এস সি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন করে এস আইসহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বদা প্রস্তুত আছে ফুলবাড়ী থানা পুলিশ। প্রথম দিন যে ভাবে সুন্দর ও সুশৃঙ্খল ভাবেই হলো। ঠিক একই ভাবে বাকী পরীক্ষাগুলো হবে।