বিবিধ

ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

  উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: ১৭ মে ২০২৫ , ৫:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ভাঙ্গামোড়,শিমুলবাড়ি ও বড়ভিটা এই তিন ইউনিয়নের মোট ৩৬ জন ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ(তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করেন। শনিবার ১৭ (মে) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন,উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ-বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণটি পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের রাজার হাট (কুড়িগ্রাম) উপজেলার সমন্বয়কারী রুকুনুজ্জামান। আয়োজকরা জানান,স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা কার্যকর ভাবে বাস্তবায়নের জন্য ইউপি সদস্যদের দক্ষ করে করে তুলতেই এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।