সারাদেশ

ফুলবাড়ীতে জরিমানা গুনলেন ৩ চাল ব্যবসায়ী

  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৪ , ৭:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ীতে চালের অবৈধ্য মজুদদারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে তিন জন চাল ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জমিরমানা আদায় করা হয়েছে।

গত রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন চালের আড়তে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মইন উদ্দিন,উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার ও এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বিনা লাইসেন্সে চাল বিক্রয় ও মজুদ করার অপরাধে তিন ব্যবসায়ীর নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাজার নিয়ন্ত্রনে আমাদের এই অভিযান চলমান থাকবে।