মো. এমদাদুল হক, বগুড়া ২৬ নভেম্বর ২০২৩ , ৬:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটি আসনেই নতুন মুখ ঘোষণা করেছে। রোববার বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
পাঁচ আসনে নৌকার নতুন মাঝিরা হলেন-
বগুড়া-২ আসনে তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ আসনে সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া -৪ আসনে হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া- ৫ আসনে মজিবর রহমান মজনু এবং বগুড়া -৭ আসনে ডা: মোস্তফা আলম নান্নু।
এছাড়া বগুড়া -১ আসনে সাহাদারা মান্নান শিল্পী এবং বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপুকে আবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।