ঝিনাইদহ প্রতিনিধি: ৫ জানুয়ারি ২০২৫ , ৫:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বর্ণাঢ্য আয়োজনে প্রথম ক্লাস দিয়ে ২০২৫ সালের যাত্রা শুরু ঝিনাইদহের কেমব্রীজ একাডেমীর।এ উপলক্ষে আজ রবিবার শহরের নিজস্ব স্কুল ক্যাম্পাসে নানা আয়োজন করে পরিচালক মো. আতিয়ার রহমান।
নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাস শুরু করেন এ স্কুলটি।প্রথমে বেলুন দিয়ে সাজিয়ে ক্যাম্পাস দৃষ্টি নন্দন করে তোলে প্রতিষ্ঠানটি এরপর এসেম্বলীতে দাড়িয়ে প্রথম শিফটের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।এসময় তিনটি খেলনা উপহার দেয় এ স্কুলের পরিচালক।
এবছর কিছু নতুন শিক্ষার্থী ও পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মূখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান ।এরপর দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদেরও একইভাবে বরণ করে নেয়া হয়।প্রচন্ড ঠান্ডা ও কুয়াশাছন্ন দিনকে উপেক্ষা করে সতস্ফুর্ত উপস্থিতি ছিলো এ বছরের প্রথম দিনের ক্লাসে।
উল্লেখ্য- ২০০৩ সালের ১১ই জানুয়ারী ৪০জন শিক্ষার্থী নিয়ে এ স্কুলের যাত্রা শুরু।বর্তমানে এখানে ১৮জন শিক্ষক ও দুই শিফটে প্রায় ৫শতাধিক শিক্ষার্থী রয়েছে।