সারাদেশ

বাঁচতে চায় আফরোজা

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৩ ডিসেম্বর ২০২৪ , ৬:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অকালে স্বামীকে হারিয়ে নিজেও আজ জটিল রোগে ভুগছেন। চিকিৎসা চালাতে সর্বশান্ত আফরোজা দুই সন্তানকে নিয়ে আজ দিশাহারা। স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে অবস্থান করছে আফরোজা। একদিকে মেয়ের চিকিৎসা অন্যদিকে তাদের ভরণ পোষণ বিপাকে পড়েছে আফরোজার বাবাসহ ভাইয়া। তাদেরও সংসার চলে কষ্টে। বড় ভাই একজন মোবাইল মেকানিক, এর উপররেই সংসার চালানো এবং ছোট বোন আফরোজার চিকিৎসা। আফরোজার দু’টি কিডনি ড্যামেজ হওয়ায় সপ্তাহে দু’বার ডায়ালইসিস করতে হয় এর ফলে বড়ভাই আব্দুল খালেক পড়েছে বিপাকে, সংসার চালানো ও বোনের চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ছোট কুষ্টারী এলাকার আলি হোসেন মেয়ে আফরোজা। নামাচর এলাকার মৃত ছামছুল হকের স্ত্রী। মৃত শামছুল হক পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিনিও দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগান্তির পর প্রায় ৩ বছর আগে মারা যান। ২ সন্তানকে নিয়ে বিপাকে পড়েন আফরোজা, আশ্রয় নেন বাবার বাড়িতে। এরই মধ্যে গত প্রায় ১ বছর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। আফরোজার ভাই আব্দুল খালেক জানান, স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে আমাদের কাছে থাকেন আমার ছোট বোন আফরোজা, কিন্তু প্রায় ১ বছর আগে কিনডি সমস্যা দেখা দেয়ায় বর্তমানে সপ্তাহে দু’বার ডায়ালইসিস করতে হয়, বোনের চিকিৎসা আর সংসার চালাতে চালাতে আমি হিমশিম খাচ্ছি, কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই আমি সমাজের সমাজ সেবক মানুষসহ সকল মানুষের কাছে সাহায্য চাচ্ছি, আমার বোনের ও তার ২ সন্তানের দিকে লক্ষ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সহায়তা করতে। আফরোজা বর্তমানে কিডনী রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কিডনী বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যাপক ডাঃ এ বি এম মোবাশে^র আলম এর চিকিৎধীন রয়েছেন। আফরোজার নিকট সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ ০১৩০৭৩২৪৬৮৭ আফরোজা। অগ্রহী ব্যাংক চিলমারী শাখা সঞ্চয়ী হিসাব নং ০২০০০২২৪৭৪২৫১, মোছাঃ আফরোজা বেগম। আফরোজা বাঁচতে চান, চান সকলের সহায়তা।