বিবিধ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,বেরোবি শাখার নবীনবরণ অনুষ্ঠিত

  কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি : ৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:২০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবীন কলাম লেখক আগ্রহী শিক্ষার্থীদের নবীন বরণ করে নেয়া হয়।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার নবীনবরণ অনুষ্ঠান আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক। এছাড়াও সংগঠনটির উপদেষ্টা ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা জাহানুর ইসলাম এবং বেরোবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি সেজুতি দাস মুমু। এরপর সংগঠনের অন্যান্য সদস্য এবং নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন,

“সংস্কারের উত্তম এই সময়ে আমাদের পথনির্দেশনা হয়ে থাকবে তোমাদের কলমের খোঁচায় উঠে আসা লেখাগুলো। তোমাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা সাংগঠনিকভাবে এগিয়ে যাব। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন এক বেরোবি উপহার দিতে তোমাদের যৌক্তিক পথচলা অত্যন্ত প্রয়োজনীয়। চিন্তাশীল মানুষ তৈরি হোক, চিন্তাবিদ বাড়ুক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হয়ে উঠুক তোমাদের কলমের ছোঁয়ায়।”

সংগঠনটির উপদেষ্টা সাইফুল ইসলাম তরুণদের সৃজনশীল লেখালেখির প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ লেখার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্ব তুলে ধরেন। নবীন সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আ স ম নাহিদ এবং সভাপতিত্ব করেন সভাপতি হেলাল।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তরুণ লেখকদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যা সৃজনশীলতা বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।