খেলা

বাংলাদেশের সামনে জয়ের স্বপ্ন

  uadmin ২৫ আগস্ট ২০২৪ , ৩:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

চার দিনের খেলা শেষে জয়ের স্বপ্নের কথা সরাসরিই উচ্চারিত হয়েছিল বাংলাদেশ শিবির থেকে। পঞ্চম দিনের প্রথম সেশন শেষে সেই স্বপ্ন আরও উজ্জ্বল। এই সেশনে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। রান উঠেছে ৮৫।

পেসাররা নয়, বল হাতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজও। শেষ দিনের প্রথম সেশন শেষে পাকিস্তানের রান ৬ উইকেটে ১০৮। এখনো তারা পিছিয়ে ৯ রান।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান তুলে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনটা শেষ করেছিল পাকিস্তান। বাংলাদেশকে আবারও ব্যাট করাতে ৯৪ রান দরকার ছিল দলটির। উইকেটে ছিলেন শফিক ও মাসুদ।

প্রথম ইনিংসে বিতর্কিতভাবে আউট হওয়া পাকিস্তান অধিনায়ক দ্বিতীয় ইনিংসেও উইকেটে টিকতে পারেননি। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। তবে মাসুদের ক্যাচ নেওয়া লিটনই পরের ওভারে শরীফুলের বলে বাবর আজমের ক্যাচ ছেড়েছেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া বাবর বেঁচে গেছেন ‘পেয়ার’ পাওয়া থেকে।