রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মেয়ে শিশুরা স্কুলে যাবে সুন্দর আগামীর স্বপ্ন গড়বে এই বিষয়কে ঘিরে কুড়িগ্রামের রৌমারী ইউনিয়নের কাঁঠালবাড়ি ফেডারেশন অফিসে বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি বিকালের দিকে চাইল্ড নট ব্রাইট প্রকল্পের রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে বাল্যবিবাহের হার কমিয়ে আনার লক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
নরওয়েজিয়ান ব্রজকাষ্টিং সেন্টার এন আ কে টেলিথন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাইল্ড নট ব্রাইট সিএনবি প্রকল্প আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে স্থানীয় জনগনের মাঝে অবহিতকরণ সভা ও গণ নাটক মঞ্চের এর মাধ্যমে প্রচার-প্রচারণা করে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড ফেসিলিটেটর সিএনবি প্রকল্প আরডিআরএস রৌমারী এর শাহিনুর ইসলাম, রোকেয়া বেগম রৌমারী ফেডারেশন এর সভাপতি, মোস্তাফিজুর রহমান বিপ্লব উপজেলা যুব প্লাট ফর্ম সভাপতি, রৌমারী যুবসমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মহিউদ্দিন মুকুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, স্থানীয় এলাকাবাসী জিয়া আহমেদ, রোকন মিয়া, আবু আসাদ, মোসলেম, আকবরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টা ব্যাপি নাটকের মাধ্যমে বাল্যবিবাহের নানা দিক নিয়ে সচেতনতামুলক প্রচার করা হয়।
মাসুদ পারভেজ
মোবা-০১৯১৬৯৫৪৫৭৪