সদরুল আইন, স্টাফ রিপোর্টার ১৪ জানুয়ারি ২০২৪ , ৫:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন সরকার তাদের নিয়ে কোনো চিন্তা করছে না।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে আজ প্রথম অফিস করেন তিনি।
বিএনপির দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে চিন্তা নেই। তারা দেশকে বিব্রতকর পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে।
এটা নতুন কিছু নয়, তারা ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ড করছে। তারা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে। সেই আগুন গোষ্ঠী আবারও এমন কিছু করার পাঁয়তারা করছে। আমাদের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট।’
নতুন সরকার কোনো চাপের কাছে মাথা নত করবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথা নত করে কারও সঙ্গে কথা বলেন না।
তিনি মাথা উঁচু করে থাকেন এবং হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই চাপ তার কাছে কোনো চাপ নয়।’
অনেকের সুর পাল্টে গেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দুই-চার দিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি, যারা অনেক ধরনের কথা বলেছে, তাদের সুর আবার পাল্টে যাচ্ছে।
একটু একটু করে তারা আবার ভিন্ন সুরেও কথা বলছে। এসব হলো আমাদের প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন এগুলো তার মূল কারণ।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, একটা সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিদেশিরা সবাই স্বাগত জানিয়েছে, আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন।
এই চাপ কিংবা রাষ্ট্রদ্রোহ কর্মকাণ্ড আগেও ছিল এখনো চলবে, এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।’