এস এম রাফি ২৯ অক্টোবর ২০২৩ , ৪:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
বিএনপি ও জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে কুড়িগ্রাম আইনজীবী সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম জজকোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল খালেক চাঁদ, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার প্রমুখ।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ডাকা রবিবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের কারনে কুড়িগ্রাম থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও কুড়িগ্রাম-রংপুর আন্তজেলা মিনিবাস সার্ভিস চালু রয়েছে। সেই সাথে ছোট-বড় সব ধরণের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম সদরসহ কয়েকটি উপজেলা ঘুরে হরতালের প্রভাব চোখে পড়েনি। বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ যায়গা গুলোতে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। সকাল সাড়ে ৮টার দিক শহরের ঘোষপাড়া থেকে বিএনপির একটি মিছিল বের করা হয়েছে। অন্যদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে বিএনপি নেতাকর্মীদের সাময়িক অবস্থান নেয়া ছাড়া আর কোন কর্মকাণ্ড দেখা যায়নি। সেখানে একটি অটোরিকশা ভাংচুর করার খবর পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করেছে।
উল্লেখ্য, বিএনপি গতকাল (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশের আয়োজন করেছিল। সেই সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে, এমন অভিযোগ এনে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে মহাসমাবেশে পুলিশের বাধা ও নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামীও হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। একই দিনে গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলোও হরতাল আহ্বান করেছে।