বিবিধ

বিষ প্রয়োগে রোপনকৃত ধানের চারা নষ্টের অভিযোগ

  এস এম রাফি ১৩ মার্চ ২০২৩ , ১১:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর):

বিষ প্রয়োগে রোপনকৃত ধানার চার নষ্টের অভিযোগ এনে দিনাজপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষক আহাদ আলী।

অভিযোগ সুত্রে জানাযায়, দিনাজপুর বড়পুকুরিয়া খনি এলাকার দলদলিয়া মৌজার ডাঙ্গপাড়া গ্রামের ৫৪নং খতিয়ান ও ৬৭৩নং দাগের ৪০শতক জমিতে কৃষক আহাদ আলী দির্ঘদিন যাবৎ চাষবাদ করে আসছেন। হঠাৎ গত ৪ মার্চ রাতে কেবা কাহারা চাষকৃত বোরোধানে বিষ ছিটিয়েছে। আহাদ আলী পরের দিন দুপুরে জমিতে গিয়ে দেখে জমির চারা ধান গাছ গুলো সাদা ও লাল হয়ে আসছে।
আহাদ আলী জানান, আমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে অজ্ঞাত ব্যাক্তি আমার চাষকৃত জমিতে বিষ ছিটিয়েছে। আমি উক্ত বিষয়ের উপর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে ও ভবিষ্যতের জন্য গত ১২ মার্চ বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছি ।

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সালতান মাহমুদ বলেন, চাষকৃত ধানের চারা নষ্টের অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুসন্ধান চলছে, এই রকম জর্ঘন্য কাজ যারা করেছে তদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নেওয়ার চেষ্ট অব্যাহত আছে।