ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ীতে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় কৃষকদের মাঝে উন্নতজাতের বোরো ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ধানবীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, উপজেলা পঃপঃ কর্মকর্তা সত্য রঞ্জন রায়, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়নে ৫ হাজার ৮শত কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ও ২০ কেজি সার বিতরণ করা হয়।
এদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ০৬ ডিসেম্বর সকাল ১১ টায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানবীজ উফসী জাতের ও সার বিতরণ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড জাতের এ বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী।
প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সংগীতা সরকার।
উপজেলার ৩ হাজার ৭শ ২০ জন কৃষককে বীজ সহায়তা দেয়া হয়। এসময় বীজতলা তৈরি ও চারা রোপন সম্পর্কেও কৃষকদের পরামর্শ দেয় কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১০ হাজার ২শ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।