এস এম রাফি ২২ মে ২০২৩ , ৬:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।
সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম তমাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম, রিয়াজুল হক প্রমুখ।