সারাদেশ

ভূরুঙ্গামারীতে ৫ হাজার চারা গাছ রোপণ ও বিতরণ

  এস এম রাফি ৩১ জুলাই ২০২৩ , ৬:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

“সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে- বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তরুপল্লব পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ৫ হাজার চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন জায়গায় ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীর মাঝে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারাসহ নানা প্রজাতির গাছ বিতরণ করা হয়।

সকাল ১১টায় শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচীটির শুভ উদ্বোধন করেন তরুপল্লব পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এএসপি ফারুক আহমেদ।
পরবর্তীতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও তরুপল্লব পাঠাগার চত্বরে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, আমলকী, বহেরা, অর্জুন, জাত নিম, মেহগনি, হরিতকি, জারুল, বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তরুপল্লব পাঠাগারের সদস্য ডা: আবু ইউসুফ, মামুনুর রশিদ মুকুল, আঃ খালেক, আমিনুল ইসলাম, মজনু মিয়া, সেলিমসহ অনেকে। এতে ছাত্র-ছাত্রী, উদ্যমী তরুণ-তরুণী এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।