অনলাইন ডেস্ক ১৪ নভেম্বর ২০২৩ , ১১:০৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন ম্যারিয়্যান ট্রাম্প ব্যারি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সোমবার (১৩ নভেম্বর) তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।
সাবেক এই ফেডারেল জাজের মৃতদেহ সোমবার ভোর চারটায় তার ফিফথ অ্যাভিনিউ অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। তার শরীরে কোনো আঘাত বা অপমৃত্যুর চিহ্ন পাওয়া যায়নি।
এবিসি নিউজ জানিয়েছে, সোমবার জরুরি সেবার হটলাইনে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত এক ব্যক্তির সাহায্যের কল আসে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের একজন মুখপাত্র।
ম্যারিয়্যান ২০১৯ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিন মেয়াদে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে সিনিয়র জাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে ১৯৮৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান তাকে নিয়োগ দেন। এরপর ১৯৯৯ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাকে ইউএস কোর্ট অফ অ্যাপিলসে তৃতীয় মেয়াদে নিয়োগ দেন।
এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার ভাইবোনের মধ্যে তিনজনই মারা গেলেন। ২০২০ সালের অগাস্টে তার ছোট ভাই রবার্ট ট্রাম্প ৭১ বছর বয়সে মারা যান। তার আরেক ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে ৪২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ক্ষমতায় থাকার মেয়াদের শেষের দিকে তার ভাই ফ্রেডের মেয়ে ম্যারি তার একটি বই ও কিছু অডিও রেকর্ড প্রকাশ করেন। সেখানে প্রাপ্ত তথ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বোন ম্যারিয়্যানের করা বাজে ব্যবহার প্রকাশ পায়। সেসময় থেকে ডোনাল্ড ট্রাম্প ও তার বড় বোনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
তবে সম্প্রতি ট্রাম্প ও তার বোনের মধ্যকার সম্পর্কের কিছুটা উন্নতি হয়। নিউ জার্সির বেডমিনিস্টারে অবস্থিত ট্রাম্পের ক্লাবে গত গ্রীষ্মে দেখাও করেন তারা।