uadmin ১৯ অক্টোবর ২০২৪ , ৯:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধের মুক্তাঞ্চল ছিলো এ অঞ্চটি মহান মুক্তিযুদ্ধের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। রৌমারী বাসির সার্থক প্রতিরক্ষা দীর্ঘ নয় মাসের মুক্তিসংগ্রামের এক শ্রেষ্ঠ কৃতিত্ব, গৌরবের ইতিহাস, বাঙালিজাতির শৌর্যবীর্যের প্রতীক। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তি সংগ্রামের ইতিহাসে রৌমারীই ছিল একমাত্র থানা সদর যা কোনো দিনও বর্বর পাকবাহিনীর নরপিশাচদের পদধূলিত কলঙ্কিত হয়নি। যেখানে যুদ্ধকালীন দীর্ঘ সময়ে স্বাধীন বাংলাদেশের পতাকা সর্বক্ষন স্বগৌরবে উড্ডীন ছিল। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরদেশে এই অঞ্চলে পরিদর্শনে আশেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল মালুম। গতকাল শনিবার দুপুরের দিকে এসব এলাকা পরিদর্শন করেন তিনি।
কেন্দ্রীয় নেতা এ অঞ্চলে পরিদর্শনে এসে বলেন, গণতন্ত্র যখন থাকবে, মানুষ যখন ভোট দিতে পারবে তখন রাষ্ট্রের প্রতি তখন জবাবদিহিতা থাকবে। এদেশের মানুষ গত ১৫ বছর ধরে মনের কোন কথা প্রকাশ করতে পারেনি। প্রত্যেকটি আন্দোলন কোন কোন ইস্যু ছিলো। গত ৫ আগস্টের আন্দোলনটা জুন মাসে প্রথম শুরু হয়েছিল। এই আন্দোলনে আমি সহ বিএনপির নেতারাও সক্রিয় ছিলাম এবং জুন মাসে শুরু হয়ে জুলাই মাসেও আন্দোলন হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে পুলিশ শিক্ষার্থীদের নির্যাতন করেছিল আওয়ামী লীগের দশররা।
এছাড়াও তিনি আরো বলেন, বিগ্রেড কমান্ডার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময়ে ১১ নম্বর সেক্টরে কোমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওই সময়ে রৌমারীতে বেসামরিক প্রশাসন, ডাকঘর ও রাজস্ব আয় ঘর চালু করেন। এবং বাংলাদেশের সকল প্রশাসনিক কার্যক্রম এখান থেকেই চলত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস তার মধ্যে রৌমারী উপজেলাটি উন্নতম। তাই বিএনপি আবারো ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল কার্যক্রম এখান থেকে চালু করা হবে। রৌমারীর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের কথাগুলো আমাদের কাছে স্বরণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পরে রৌমারী সরকারি কলেজ মাঠে কলেজ শাখার ছাত্রদলের সদস্য ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং লিফলেট ও খেলার সামগ্রী বিতরণ শেষে রৌমারীর শাপলা চত্বরে পথসভায় বক্তব্য রাখেন শ্যামল মালুম।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এ্যাড. আবু সাঈদ শিথিল, রৌমারী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহবয়ক মুনজুরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসাইন রানা ও সাবেক ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ইশা প্রমুখ।