এস এম রাফি ৭ অক্টোবর ২০২৩ , ১০:১০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনায় অন্ততপক্ষে ৬জন নিখোঁজ হয়েছে। নিখোঁজরা সকলেই মুন্সিগঞ্জের গজারিয়ার বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে গজারিয়া ঘাটের নিকটবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোঃ আসলাম খান এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, “দুর্ঘটনার পর কতজন নিখোঁজ রয়েছে তা আমরা এখনও নিশ্চিত নই। তবে ৪-৫ জন হতে পারে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিক্সা চালক আমির জানান, “একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলো। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথেসাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।”
নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, “এ ঘটনায় এখনও নিখোঁজ আছে মারোয়া (৮) সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২), সুমনা আক্তার (২) ও গার দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)।”
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, “ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে, রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালবেলা উদ্ধার অভিযান শুরু হবে।”