সারাদেশ

রাজারহা‌টে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ১১ ডিসেম্বর ২০২৪ , ৯:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

ক‌ু‌ড়িগ্রা‌মের রাজারহা‌টে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১০ ডি‌সেম্বর) বি‌কে‌লে রাজারহাট-তিস্তা সড়কের মণ্ডলের বাজার নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহতের নাম রবীন্দ্রনাথ রায় (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা গ্রামের মৃত টুলু রামের ছেলে।

পু‌লিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার বি‌কে‌লে সাড়ে চারটার দিকে রবীন্দ্রনাথ ও তার শ্যালক রাজারহাট-তিস্তা সড়ক দিয়ে রংপুরের উদ্দে‌শে যাচ্ছিল। পথিমধ্যে মণ্ড‌লের বাজার নামক স্থানে রাজারহাটগামী একটি দ্রুতগ‌তির পিকআপভ্যান তা‌দের মোটরসাইকেলটিকে ধাক্কা দি‌য়ে পা‌লি‌য়ে যায়। এ সময় মোটরসাইকেলচালক রবীন্দ্রনাথ (৩৫) ও তার শ্যালক অন্তর রায় (২১) গুরত্বর আহত হন। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্রনাথ রায়কে মৃত ঘোষণা করেন। আহত অন্তর রায় ওই হাসপাতালে চিকিৎসাধীন।

রাজারহাট থানার ও‌সি রেজাউল করিম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, এ বিষ‌য়ে আইনানুগ ব‌্যবস্থা গ্রহ‌ণের প্রস্তু‌তি চল‌ছে।