রাবি প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৪ , ২:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মহান বিজয় দিবস উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সোমবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে বিজয় শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়। এই বিজয় বাঙালির শক্তি ও সংগ্রামের প্রেরণা। ‘৭১ সালে পাকিস্তান ভেবেছিল শোষণ, নিপীড়ন, নির্যাতন ও বুলেট-বোমার ভয় দেখিয়ে বাঙালির কণ্ঠরোধ করবে কিন্তু বাঙালি দমে থাকার জাতি নয়। বাঙালির ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম সেটাই শিক্ষা দেয়। মুক্তিযুদ্ধের এই চেতনা ‘৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ‘২৪-এর ছাত্র আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে। এই সকল আন্দোলন ও সংগ্রামে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ছিল অসামান্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট সেই চেতনা ধারণ করে।
মুক্তিযুদ্ধের চেতনা ধারনের পাশাপাশি ক্যাম্পাসে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং জাতির স্বার্থে সাংস্কৃতিক আন্দোলন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জোটের সাংস্কৃতিক কর্মীরা।
শোভাযাত্রায় অংশ নেন জোটভুক্ত সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, সমকাল নাট্যচক্র, রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন (রুডা), বিশ্ববিদ্যালয় থিয়েটার, রাজশাহী (বিথিরা), স্বনন, এসোসিয়েশন ফর কালচারাল এডুকেশনের (এস্) সাংস্কৃতিক কর্মীরা।
উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার মুক্তমঞ্চ ও টিএসসিসি মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট৷ অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করবে জোটভুক্ত সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা।