শিক্ষা

রাবিতে হুমকি দিয়ে বৈধ শিক্ষার্থীকে সীট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

  রাবি প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৬:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হুমকি ও শারীরিক নির্যাতন করে সিট থেকে নামিয়ে দেওয়া অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

ভুক্তোভুগী শিক্ষার্থীর নাম নিকল রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একই হলের আবাসিক শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মো. মিনহাজ ইসলাম। তিনি হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী।

খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী হলের ১৪০ নম্বর রুমে থাকেন। নিকল রায়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে৷ তিনি স্থানীয় একটি ছাত্রাবাসে বন্ধুর কাছে গিয়েছিলেন৷ তখন হলে তার রুমে থাকা এক রুমমেট তাকে ফোন করে জানায় ছাত্রলীগের সহ-সভাপতি এবং তার অনুসারীরা ভুক্তভোগীর সীটে অন্য আরেকজন শিক্ষার্থীকে তুলে দিয়েছেন। এক পর্যায়ে ভুক্তভোগী নিকল রায় খোঁজ পেয়ে হলে গেলে মীনহাজ ও তার অনুসারীরা তাকে শারীরিকভাবে নির্যাতন ও হুমকি দেয়।

ভুক্তভোগী শিক্ষার্থী নিকল রায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রুমমেটের মাধ্যমে জানতে পারি হলে আমার বেড পত্র নামিয়ে দেওয়া হয়েছে৷ তখন রুমে গিয়ে দেখি আমার সীটে অন্য আরেকজন শিক্ষার্থীকে তুলে দেওয়া হয়েছে। আমি ওই শিক্ষার্থীর বেড সরিয়ে নিজের বেড পুনরায় সীটে তুলি। কিছুক্ষণ পর হলের সহ-সভাপতি মীনহাজ এবং তার অনুসারীরা আমাকে শারীরিক ভাবে নির্যাতন করে এবং হুমকি দেয়।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মীনহাজ ইসলাম বলেন, আমি ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি শহরে ছিলাম ঘটনার সময়ে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে আমি আপনাদের জানাবো।

এ বিষয়ে হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন,ঘটনাটি আমি শুনেছি। তাকে তার বৈধ সিটে আমি থাকতে বলেছি।হুমকির ঘটনার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।