স্টাফ রিপোর্টার: ১০ ডিসেম্বর ২০২৪ , ১:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে ‘মানবাধিকার সম্পর্কে সর্বজনীন ঘোষণা’ অনুমোদিত হয়। এতে ৪৮ টি রাষ্ট্র পক্ষে ভোট প্রদান করে এবং ৮ টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে । বিশ্বের সকল জনগোষ্ঠী এবং সকল জাতির জন্য অর্জিত সাফল্যের এক অসাধারণ মর্যাদা হিসেবে সাধারণ পরিষদ এটি ঘোঘণা করে। সেই থেকে প্রতিবছর ১০ ডিসেম্বর সর্বজনীন মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে।তারই ধারাবাহিকতায় সারাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস৷ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন ছাত্রদল যথাযথ মর্যাদার শহীদ দিবসটি পালন করেন ৷ যাদুরচর ডিগ্রী কলেজে মানববন্ধন র্যালি ও আলোচনা অনুষ্ঠান করা হয় এ সময়৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান সজীব, মোঃ রেজাউল করিম সভাপতি জিয়া সাইবার ফোর্স যাদুরচর ইউনিয়ন শাখা,রবিউল ইসলাম রকি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যাদুরচর ইউনিয়ন ছাত্রদল শাখা, আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক যাদুরচর ইউনিয়ন ছাত্রদল শাখা, সিনিয়র সহ-সভাপতি সুমন রানা যাদুরচর ইউনিয়ন ছাত্রদল শাখা, জামাল সহ-সভাপতি জাদুরচর ইউনিয়ন ছাত্রদল শাখা, শামিম সহ-সভাপতি যাদুরচর ইউনিয়ন ছাত্রদল শাখা,যাদুরচর ডিগ্রি কলেজের ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন সোহানুর রহমান সোহান ও আমিনুল ইসলাম সহ উক্ত কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী৷